শেষ প্রহর
জাহিদ হোসেন রনজু
-------------------------------------®
এক, দুই, তিন করে এখন বয়স যখন ষাট
ধ্রুপদি অবয়ব এবড়ো-খেবড়ো, কুঞ্চিত ললাট।
সেদিনের সময় আর আজকের প্রহর
চাঁদের এপিঠ - ওপিঠ, চন্দ্রিকা - ধূসর।
মৃত্যু ভয়হীন হৃদয় আজ মৃত্যুতে কাতর
দ্রঢ়িষ্ঠ মনোবল অস্তমিত, শঙ্কিত অন্তর।
দিনান্তের ক্লান্ত দিবাকর আজ সদা তটস্থ
অস্তাচল গমনের আয়োজনে নিমগ্ন-ব্যস্ত।
নিরাসক্ত পরজন্মে আজ আসক্তি অপার
অনুচ্চারিত পূর্বকণ্ঠে গুণকীর্তন স্রস্টার।
পাল্টে দিয়েছে জীবনের মানে সময়সারণি
সায়ং-কালে উপলব্ধি বোধে- 'ক্ষুদ্র ধরণী'।
মিথ্যে অপ্রাপ্তির হিসাব, আক্ষেপ অকারণ
প্রাপ্তি সৌহার্দ্য, সম্প্রীতি, প্রেম, বন্ধু-পরিজন।
পদভারে মুখরিত সেদিনের অবহেলার মঠ
পূর্ণ করতে সচেষ্ট আজ পুণ্যের উপেক্ষিত ঘট।।
-------------------------------------
১৫ জানুয়ারি ২০২৫, মিরপুর, ঢাকা।