শব-ই-বরাত

জাহিদ হোসেন রনজু
--------------------------®

কাঁদছে মানুষ, মরছে মানুষ
চাচ্ছে মুক্তি, পরিত্রাণ,
সেই সময়ই আসলো আবার
এই রজনী মহিয়ান।
হাজার রাত্রির চেয়েও যে রাত
পবিত্র ও পূণ্যময়,
আসলো সে রাত আশীষ স্বরূপ
করতে ধরা ছন্দময়।
অসুর বিনাশে করবেন ধরা
সৃষ্টিকর্তা শান্তিময়,
হাসবে আবার গোলাপ বকুল
আসবে ফিরে সুসময়।

-----------------------------
৯ এপ্রিল ২০২০, মিরপুর, ঢাকা