সেদিন তুমি ফেরাবে না আর
জাহিদ হোসেন রনজু
-------------------------------------------®
এই যে নাও গোলাপখানি, তোমায় দিলাম
এটাই আমার প্রথম নয়কো গোলাপ দেয়া
দিয়েছি এমন অনেক জনকেই, বেশ কয়েক জন
জনা বিশেক হবে হয়তো; নেয়নি তারা
তুমিও জানি ফিরিয়ে দিবে, অবহেলায়;
আজকে তোমার চোখে রঙিন চশমা আটা; ওদের মতন
বিত্ত-বৈভব ; রঙিণ নেশায় মত্ত তুমি
ঝলমলে সব নিয়নবাতির স্বপ্নঘোরে,
গাড়ী-বাড়ী হাতছানি দেয়;
ওগুলোই আজ ভালবাসা তোমার কাছে
তাই তো নেই আশে-পাশে তোমার এখন
স্নিগ্ধ আলো; পূূর্ণিমা রাত
দোষ দেবো না তোমায় তবু
যুগের হাওয়ায় বসন্ত আজ নেই তো প্রেমে; অন্য কোন ভিন্ন নীড়ে
তবু আমি দিয়েই যাবো গোলাপ এমন; ভালবাসার
দিতে দিতে
দিতে দিতেই
এমন করে দিতে দিতেই
তোমার ঐ নষ্ট মনে,
ক্লান্ত-শ্রান্ত তোমার বুকেই
ফুল ফোটাবো, এমন গোলাপ;
সুবাস মাখা বসন্ত লাল আমি একদিন;
তোমার থেকে হারিয়ে যাওয়া, স্নিগ্ধ মধুর
ভালবাসার ফুল ফোটাবোই দেখো নিও
সেদিন তুমি আর কখনো ফেরাবে না
আমার দেয়া গোলাপখানি; বসন্ত লাল; ভালবাসার।
--------------------------------------------
৩১ মার্চ, ২০১৮, ফুলবাড়িগেইট, খুলনা।