সময় পার্থক্যে
জাহিদ হোসেন রনজু
---------------------------------------------®
যখন আমার ঘরটি ছিল ফাঁকা, তখন তুমি দাওনি সাড়া ডাকে
সময় স্রোতে জীবন নতুন বাঁকে, আজ অবেলায় ডাকছো তুমি তাকে।
ভালবেসেছি তোমায় আমি ঠিক, আজ ফেরালে মিথ্যে মনে হবে
কিন্তু তবু ফিরতে তোমায় হবেই, ঢের ভাল এই থাকো সেই নীরবে।
সহজ ছিল কাছে টানা যাকে, আজকে তাকেই কঠিন কাছে টানা
ঝরনার জল যখন সাগর জলে, ফেরার উপায় থাকে না তার জানা।
-----------------------------------------------
২২ জুলাই ২০২৪, মিরপুর, ঢাকা