সমব্যথী
জাহিদ হোসেন রনজু
--------------------------------------®
ভয়াবহ আগুন- মর্মান্তিক দুঃসংবাদ;
পুড়ে ছাই শত মানব সন্তান, তবু
দাঁড়কাক ডাকে,
শুকুনের লোভী চোখ খুঁজে ফিরে মাংস পিন্ড
'অক্ষত মসজিদ' 'পোড়েনি মন্দির'-
শিরোনাম দেখি ফেসবুকে
ইউটিউব, ম্যাসেঞ্জারে
আত্ম-গরিমায় গদগদ স্বর্গ প্রত্যাশী
অথচ
যাদের জন্য সৃষ্টি উপাসনালয়- মসজিদ, মন্দির
সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব- শত মানব সন্তান-
নিঃশেষে পুড়ে ছারখার -
কত অবুঝ শিশু,
মমতাময়ী মা,
স্নেহশীল পিতা,
ভাই-বোন, বন্ধু-স্বজন
কোন গ্লাণি নেই
দুঃখ নেই - স্বর্গ প্রত্যাশীদের
আমি সমব্যথী-
পুড়ে মরে যাওয়া স্বজন
আর
বেঁচে থেকেও মরা ঐ সব 'স্বর্গ প্রত্যাশীদের' প্রতি।
-----------------------------------------
২৪ ফেব্রুয়ারি ২০১৯, কয়রা, খুলনা।