সাধু সাবধান
জাহিদ হোসেন রনজু
---------------------------------®
যত বলে ঘরে থাকো, যেয়ো না বাহিরে
সে কথা শোনার কারো গরজ নাহিরে।
যাচ্ছে বাহিরে হাঁটছে নাই দরকার
যেন কারো দায় নেই দায়ী সরকার।
'যত দোষ নন্দ ঘোষ'- এমন ভাবটা
যেন তার লাগবে না করোনা ঝাপটা।
বড় বড় দেশ যত আছে দুনিয়ায়
করোনার আক্রমণে ধরাশায়ী প্রায়।
ধন-সম্পদ তাদের আছে যে বিপুল
তবু তারা দিশেহারা পাচ্ছে নাতো কূল।
ইটালির মত দেশে মরছে যেখানে
শত শত নর-নারী এখানে-সেখানে।
সেখানে কোথায় পাবে চিকিৎসা শেষে
ঘন বসতিতে ঠাসা এই বাংলাদেশে।
চাল নেই চুলো নেই তবু বাহাদুরি
যদি লাগে মহামারী যাবে জারিজুরি।
চিকিৎসার ব্যবস্থা নাই একেবারে
মরবে মানুষ শত কাতারে কাতারে।
পাবে নাকো চিকিৎসা যত আহাজারি
করো না কেন তখন শত মারামারি।
গ্রামকে গ্রাম উজাড় হবে ছারখার
সেদিনের দৃশ্য ভেবে দেখো একবার।
তাই বলি সকলেরে 'সাধু সাবধান'
থাকো ঘরে চুপচাপ পাবে পরিত্রাণ ।
না হলে বিপদ হবে ভয়ানকভাবে
যত করো চিৎকার নাহি মুক্তি পাবে।
চিকিৎসার ক্ষমতা নাই বাংলাদেশের
তাই সচেষ্ট হও রোগ প্রতিরোধের।
--------------------------------
২৯ মার্চ ২০২০, মিরপুর, ঢাকা।