রুবাইয়াত-ই-জাহিদ হোসেন রনজু (৫)
জাহিদ হোসেন রনজু
---------------------------------------®
নাড়ছে কাড়া দৈত্য এসে সখি ঘরে দে কপাট
না হলে যে করবে দানো জীবনটাকেই আজ লোপাট।
ভুলিস নারে দিলেও তোকে চুলের ফিতে, লাল চুঁড়ি
দে বলে দে দৈত্যটাকে ছেড়ে যেতে এ তল্লাট।
--------------------------------------------
৬ মার্চ ২০২০, মিরপুর, ঢাকা।