রুবাইয়াত-ই-জাহিদ হোসেন রনজু (৩)

জাহিদ হোসেন রনজু
------------------------------------------®

উঠছে রবি, ফুটছে গোলাপ যদিও এই ধরার মাঝ
তবু সখি আসছে দেখি ধরায় নেমে সন্ধ্যা আজ।
মরছে মানুষ দেশে দেশে, দেখছে সবাই অন্ধকার
'ও দয়াময় দয়া করো'- সবার মুখে এক আওয়াজ।

-------------------------------------------
৬ মার্চ ২০২০, মিরপুর, ঢাকা।