রুবাইয়াত-ই-জাহিদ হোসেন রনজু

জাহিদ হোসেন রনজু
---------------------------------------®

অমোঘ নিয়ম দেখতে কি পাও, যাদের মনে অহংকার
ছোট্ট একটি প্রাণও আনে ধ্বংস ধরায় বেশুমার।
মিথ্যা দম্ভ অহমিকায় যতই উড়াও ফানুস রোজ
পাপের ঘড়া পূর্ণ হলে ধূলায় লুটায় সবই তার।

-----------------------------------------
৬ মার্চ ২০২০, মিরপুর, ঢাকা।