রুবাইয়াত-ই-ওমর খৈয়াম ১৫, ১৬

জাহিদ হোসেন রনজু
----------------------------------------®
(Rubaiat of Omar Khayyam 
Edward Fitzgerld এর অনুবাদের বাংলা ভাবানুবাদ)

15

Rubaiat of Omar Khayyam
Edward Fitzgerld

And Those who husbanded the Golden Grain,
And those who flung it to the Winds like Rain,
Alike to no such aureate Earth are turned
As, buried once, Men want dug up again.

ভাবানুবাদ -১৫

জাহিদ হোসেন রনজু
-------------------------------------®

নিয়ম মেনে স্বর্ণসম গড়ছে যারা এই জীবন
আবার যারা উদাসভাবে করছে তাদের দিন যাপন
দুজনারই এক পরিণাম, মূল্য তাদের এক সমান
ফিরবে না আর কেউ তো ধরায় যাবে গোরে যেই যখন।
----------------------------------------
২৪ মে ২০১৯, মিরপুর, ঢাকা

16

Rubaiat of Omar Khayyam
Edward Fitzgerld

Think, in this batter'd Caravanserai
Whose Doorways are alternate Night and Day.
How Sultan after Sultan with his pomp-
Abode his Hour or two,and went his way.

ভাবানুবাদ -১৬

জাহিদ হোসেন রনজু
------------------------------------------®

দিবা-রাত্রি দুই দুয়ারির এই পৃথিবীর রঙশালায়
দিনে যেজন প্রবেশ করে, রাতে সেজন যায় হারায়।
রাজার পরে রাজা আসে নিয়ে দম্ভ-শানশওকত
সকল কিছুই যায় হারায়ে যখন জীবন-দম ফুরায়।

-------------------------------------------
৮ এপ্রিল ২০১৯, মিরপুর, ঢাকা।