রুবাইয়াত-ই-ওমর খৈয়াম ১৩, ১৪

জাহিদ হোসেন রনজু
---------------------------------------®

(১৩)

এক হাতে মোর ধর্মগ্রন্থ, স্বর্গ লাভের পূণ্য বই
অন্য হাতে রঙিন সুরা সৃষ্টি সুখের অমৃতই
দূরে থেকে নীল আকাশটা দেখে আমার এমন রূপ
আমায় যদি অধার্মিক কয়, ধার্মিকও তো আধেক হই।
-------------------------------------------
৯ এপ্রিল ২০১৯, মিরপুর, ঢাকা।


(১৪)

এই জগতের মানব জাতির বসত তিমির অজ্ঞানে
ভিত্তিমূল তার অজ্ঞতারই শূন্য হাওয়ার আসমানে
সামনে পিছে চতুর্দিকেই শূন্যতারই দীর্ঘশ্বাস
ঘুরছে মানব তারই মাঝে শূন্য মরু উদ্যানে।
------------------------------------------
১১ এপ্রিল ২০১৯, মিরপুর, ঢাকা।