রুবাইয়াত-ই-ওমর খৈয়াম
জাহিদ হোসেন রনজু
------------------------------------®
(Rubaiat of Omar Khayyam
Edward Fitzgerld এর অনুবাদের বাংলা ভাবানুবাদ)
(3)
Rubaiat of Omar Khayyam
Edward Fitzgerld
And,as the Cock crew,those who stood before
The tavern shouted,"Open then the door.
You know how little while we have to stay,
And once departed,may return no more.
ভাবানুবাদ -৩
জাহিদ হোসেন রনজু
------------------------------------------®
ক্ষণস্থায়ী এই ধরণীর কর্মক্লান্ত নাবিক দল
পানশালার ঐ দ্বারে বসে করছে তীব্র কোলাহল-
'ওগো সাকি দুয়ার খোলো। শরাব বিলাও। সময় কম।
একবার যদি সময় হারাই, ফেরায় আনার নাই সম্বল।'
-----------------------------------------
১১ এপ্রিল ২০১৯, মিরপুর, ঢাকা।
(4)
Rubaiat of Omar Khayyam
Edward Fitzgerld
Now the New Year reviving old Desires,
The thoughtful Soul Solitude retires,
Where the white Hand of Moses on th Bough
Puts out,and Jesus from the Ground suspires.
ভাবানুবাদ -৪
জাহিদ হোসেন রনজু
-------------------------------------------®
নওরোজের এই প্রথম দিনে কাঁদে মন অতীত ঘিরে
মধুমাখা দিনগুলোকে মনটা চায় আবার ফিরে
সাধ্য নেই ফিরিয়ে আনে,শুধু দুজন ব্যতিক্রম
আসতো ফিরে হারানো সব মুসা-ঈসার তদবিরে।
-------------------------------------------
৬ এপ্রিল ২০১৯, ফুলবাড়িগেট, খুলনা।
(কৃতজ্ঞতা : শ্রদ্ধেয় কবিবর মোহাম্মদ আলী চৌধুরী)