রোজার মর্মবাণী
জাহিদ হোসেন রনজু
-----------------------------------®
রমজানেরই রোজার মাঝে পাবে নাকো সুখ
যদি মনে না পাও খুঁজে নিঃস্ব জনের দুখ।
যদি মনে না পাও ব্যথা
তাদের কষ্ট কাতরতা
হবে রোজা রাখা তোমার শুধুই অহেতুক।।
যদি মনে না পাও খুঁজে নিঃস্ব জনের দুখ।।
রোজা রেখে দিনের শেষে করবে একা ভোজ
তাতেই পাবে খোদার 'দিদার' নয় এতো সহজ।
তখন রোজা সঠিক হবে
কষ্ট পেলে অনুভবে
তোমার প্রেমে হাসবে যখন দুখীর মলিন মুখ।
তবেই স্রস্টার 'দিদার' পাবে আসবে মনে সুখ।
রোজা হলো মমিন বান্দার পরীক্ষা সমান
বুঝতে পারা গরীব-ধনীর মধ্যে ব্যবধান।
বুঝতে নারাজ যদি তুমি
পাবে নাকো স্বর্গ ভূমি
যতই তুমি স্বর্গ লাভে থাকো না উন্মুখ।
হবে রোজা রাখা তোমার শুধুই অহেতুক।।
নিঃস্ব যারা ধরার মাঝে পায় না খাবার রোজ
রোজা রেখে অনুভবে তাদের করো খোঁজ।
তবেই পাবে প্রভুর 'দিদার'
পূর্ণ হবে আশা তোমার
না হলে যে শূন্যই রবে তোমার চাতক বুক।
হবে রোজা রাখা তোমার শুধুই অহেতুক।।
-----------------------------------
২২ এপ্রিল ২০২২, মিরপুর, ঢাকা
* দিদার ফরাসি শব্দ। অর্থঃ সাক্ষাৎ।ভাবার্থে নৈকট্য লাভ।