রইবে বেঁচে
জাহিদ হোসেন রনজু।
--------------------------------------®
এই তো সকাল চলে গেল
দুপুর বিকেল হবে,
সাঁঝের বেলাও আঁধার হবে
অস্ত রবি যবে ।
আঁধার মাঝে প্রদীপ জ্বেলে
হয়ত কিছু কাল,
থাকবে বেঁচে জগৎ মাঝে
নয়ত চিরকাল।
থাকবে পড়ে বসত বাড়ি
অনেক দিনের চেনা,
হয়ত সেটি অট্টালিকাই
অনেক দামে কেনা।
লক্ষ টাকার জিনিসপত্র
কোটি টাকার ভূমি,
রেখে যাবে এ ভুবনেই
মালিক হলেও তুমি।
থাকবে পড়ে সকল কিছুই
থাকবে ছেলেমেয়ে,
শূন্য হাতে থাকবে একা
আঁধারলোকে যেয়ে।
সকল কিছুর মালিকানায়
বদলে যাবে নাম,
রইবে শুধু বেঁচে ধরায়
তোমার কৃত কাম।
-------------------------------------------
( ১৬ জুলাই, ২০১৬, মিরপুর, ঢাকা )