ঋণী

জাহিদ হোসেন রনজু
-------------------------------------®

আমি ঋণী,
সেই সব শব্দের কাছে আমি ঋণী
যে শব্দগুলো তোমাকে সাজায়
যে শব্দগুলো শুধু তোমাকেই বোঝায়

রূপসী শব্দটির কাছে আমি ঋণী
কারণ-
রূপসী শব্দটি বললেই বুঝি তুমি

অপরূপা শব্দটির কাছে আমি ঋণী
কারণ-
অপরূপা শব্দটি মানেই হলো তুমি

আমি ঋণী চন্দ্রিমা শব্দটির কাছে
কারণ-
তুমিই আছো শুধু চন্দ্রিমা শব্দটির মাঝে।

তেমনই
জ্যোৎস্না শব্দটি বললেই বুঝি তুমি
মুগ্ধতা শব্দটি উচ্চারিত হলেই বুঝি তুমি
আনন্দ শব্দটির অর্থই হলো তুমি
আর সুখ শব্দটির একটিই শুধু মানে- তুমি;

তেমনই করে
বন্ধুত্ব শব্দটি মানেই তুমি
ভাললাগা শব্দটি মানেই তুমি;

তাই আমি এ সমস্ত সকল শব্দের কাছেই ঋণী

আমি ঋণী
আমি সেই সব শব্দের কাছে ঋণী
যে শব্দগুলো তোমাকে সাজায়
যে শব্দগুলো শুধু তোমাকেই বোঝায়-
তাই আমি
ভালবাসা ও প্রেয়সী শব্দ দু'টির কাছেও ঋণী
কারণ-
ভালবাসা এবং প্রেয়সী শব্দ দু'টি মানেই তুমি
                                          শুধু তুমি
                                        শুধুই তুমি।

---------------------------------------------
২৬ মার্চ, ২০১৮, ফুলবাড়িগেট, খুলনা।