রাখি যত্নে টাকা দিয়ে
জাহিদ হোসেন রনজু
----------------------------------®
বৃদ্ধ বাবা বৃদ্ধাশ্রমে, করে আপসোস
রাখি যত্নে টাকা দিয়ে, তাতেও নাখোশ।
বাবা অবসর শেষে
ছোট্ট বাড়ি কিনে গেছে
কষ্ট করে থাকি সেথা, তবু দেয় দোষ।
----------------------------------
২৮ জুলাই, ২০১৮, মিরপুর, ঢাকা।