পূর্বে 'শুদ্ধ'/'ঠিক' কিন্তু বর্তমানে 'অশুদ্ধ'/'ভুল'


এক সময় আমরা যারা  'চাষী' লিখতে যেয়ে 'চাষি' অথবা 'দীঘি' লিখতে যেয়ে 'দিঘি' কিংবা 'নিঃশ্বাস' লিখতে যেয়ে 'নিশ্বাস' লিখে ফেলেছি আর এই কারণে পরীক্ষার খাতায় ভুল লেখার জন্য নম্বর কম পেয়েছি, তারা কিন্তু এখন আদালতে মামলা করে সে নম্বরগুলো ফিরে পেতে পারি। কারণ প্রমিত বা আধুনিক  বানান পদ্ধতিতে এখন আগের অনেক 'ভুল' লেখা বানানগুলো এখন 'ঠিক' বলে চিহ্নিত হয়েছে।

বিশ্বাস করুন প্রমিত বা আধুনিক  বানান পদ্ধতিতে আমাদের ছেলের নামটিও বানানে ও উচ্চারণে পাল্টে গেছে। এখন উচ্চারণে যে শব্দটি হয়েছে, অর্থে যাই হোক উচ্চারণের কারণে আমরা (আমি ও আমার সহধর্মিণী) আমাদের ছেলের এই নামটি রাখতাম না, এ কথাটি শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারি।

চাকরি সূত্রে আমার পরিবার এবং আমি ভিন্ন অবস্থানে থাকার কারণে প্রতিদিন মোবাইলে কথা বলা হয়। সেদিন আমার সহধর্মিণীর সাথে কথা বলার পর তাকে বললাম-মোবাইলটি এবার 'সর্জন'কে দাও।
শুনে সহধর্মিণী হতমত খেয়ে গেল।
বললো- কাকে দিবো?
আমি বললাম : 'সর্জন'কে।
সহধর্মিণী : 'সর্জন'টা আবার কে?
আমি : কেন! আমাদের ছেলে 'সর্জন'।
সহধর্মিণী : এই তোমার হয়েছেটা কী?  তুমি কি এখন নেশাটেশা করা শুরু করেছো না-কি? 'সৃজন'কে 'সর্জন' বলছো।
আমি : এ বড় অন্যায় অপবাদ কিন্তু।  তোমার পূতপবিত্র স্বামীকে নেশাখোর বলছো?
সহধর্মিণী : বলবো না?  তাহলে 'সৃজন'কে 'সর্জন' বলছো কেন?
আমি : আরে বাবা আমি কী করবো বলো? প্রমিত বা আধুনিক বানান পদ্ধতিতে 'সৃজন' এখন 'সর্জন' হয়ে গেছে। এখন  'সৃজন'  একটি বর্জিত শব্দ। তাই বলছি 'সর্জন'।

অবস্থাটা বুজুন এবার। প্রমিত বা আধুনিক বানান পদ্ধতির বানান নিজের সহধর্মিণীর সাথে প্রয়োগ করতে যেয়ে চরিত্রে কালিমা লেগে নেশাখোর হয়ে গেলাম। আর আপনাদের কাছে বিষয়টি তুলে ধরবো বলে যখন ভাবছি তখন আপনারা আমাকে কী বলবেন তা ভেবে আমি বেশ চিন্তিত বৈকি।

তবে যাই হোক, যে অপবাদই দিন না কেন বিষয়টি লেখালেখির ক্ষেত্রে খুব প্রয়োজনীয় বিবেচ্য বিষয় বলে পূর্বে 'শুদ্ধ'/'ঠিক' কিন্তু বর্তমানে 'অশুদ্ধ'/'ভুল' এমন কিছু শব্দের বানানের বর্তমান শুদ্ধ বানান এখানে তুলে ধরবো। তবে আমার পিঠ বাঁচাতে আগে থেকেই বলে রাখছি কোন কোন শব্দের পরিবর্তিত বানান দেখে আপনার ব্রহ্মতালু গরম হয়ে গেলেও আমাকে কিন্তু দোষ দেয়া যাবে না। কিছু শব্দের পূর্ব ও বর্তমান রূপ নিম্নে উল্লেখ করছি-

পূর্বে শুদ্ধ /            পূর্বে অশুদ্ধ/
বর্তমানে                 বর্তমানে
  অশুদ্ধ                     শুদ্ধ
      |                             |
অবনী ------------- --অবনি
অলঙ্কার---------------অলংকার
অহঙ্কার ---------------অহংকার
আইসক্রীম ------------আইসক্রিম
আরবী-----------------আরবি          
ইংরেজী----------------ইংরেজি
একাডেমি--------------অ‌্যাকাডেমি
এডভোকেট------------অ্যাডভোকেট
এম্বুলেন্স---------------অ্যাম্বুলেন্স
কয়েদী-----------------কয়েদি
কর্জ্জ -----------------কর্জ
কাকলী-----------------কাকলি
কাকী -----------------কাকি
কাজী-------------------কাজি
কার্য‌্য------------------কার্য‌
কাহিনী------------------কাহিনি
ক্ষেত--------------------খেত
খৃষ্টান--------------------খ্রিস্টান
খোরপোষ----------------খোরপোশ
গরু--------------------- গোরু
গাঙচিল------------------গাংচিল
গাজী--------------------গাজি
গীর্জা--------------------গির্জা
গুণীজন----------------- গুণিজন
গোস্ত--------------------গোশত
ঘুষ----------------------ঘুস
ঘুষাঘুষি------------------ঘুসাঘুসি
ঘুষি----------------------ঘুসি
চাষী--------------------- চাষি
চীন---------------------- চিন
জার্মানী-------------------জার্মানি
জানুয়ারী------------------জানুয়ারি
জীপ----------------------জিপ
জ্বিহাদ--------------------জিহাদ
ডিঙ্গি----------------------ডিঙি
তরণী---------------------তরণি
তরী---------------------- তরি
তীরন্দাজ------------------তিরন্দাজ
দাদী --------------------দাদি
দাবী --------------------দাবি
দিকদর্শন------------------দিগ্‌দর্শন
দিবারাত্রি------------------দিবারাত্র
দীপালী------------------- দীপালি
ধমনী---------------------ধমনি
ধরণী---------------------ধরণি
নক্সা----------------------নকশা
ননী---------------------- ননি
নবী---------------------- নবি
নভোচারী-----------------নভশ্চর
নাস্তা---------------------নাশতা
নিঃশ্বাস-----------------  নিশ্বাস
নোঙ্গর------------------- নোঙর
পত্রালী------------------ পত্রালি
পরিসেবা ------------ পরিষেবা
পরী--------------------- পরি
পল্লী--------------------- পল্লি
পাদ্রী---------------------পাদরি
পাপোষ-------------------পাপোশ
পীর----------------------পির
পেত্নী---------------------পেতনি
পোষাক ------------ পোশাক
প্রনালী------------------ প্রনালি
প্রাণীহত্যা----------------প্রাণিহত্যা
ফড়িঙ ------------------ ফড়িং
ফেব্রুয়ারী----------------ফেব্রুয়ারি
বাকবিতণ্ডা-------------- -বাগ্‌বিতণ্ডা
বাঙ্গালী-------------------বাঙালি
বিড়াল------------------- বেড়াল
বিদ্যুৎবেগ---------------  বিদ্যুদ্ বেগ
বেদী --------------- -----বেদি
ব্যবসা--------------------ব্যাবসা
ব্যবসায়-------------------ব্যবসায়
ব্যাঙ----------------------ব্যাং
ভগবৎগীতা----------------ভগবদ্গীতা
ভবিষ্যতবাণী ------------- ভবিষদবাণী
মধ্যরাত্রি------------------মধ্যরাত্র
মন্ত্রীসভা------------------মন্ত্রিসভা
মামী ---------------------মামি
মুরগী---------------------মুরগি
যাদু---------------------- জাদু
যীশু-----------------------যিশু
যোগাড় ------------------ জোগাড়
যোগান------------------- জোগান
রঙ------------------------রং
রজনী---------------------রজনি
রিক্সা----------------------রিকশা
শহীদ--------------------- শহিদ
শেফালী-------------------শেফালি
শ্রেণী----------------------শ্রেণি
সখ্যতা --------------সখ্য
সঙ্কেত---------------------সংকেত
সঙ্গীত--------------------- সংগীত
সূচী------------------------সূচি
স্বয়ম্বরা---------------------স্বয়ংবরা
হজ্জ------------------------হজ
হজ্ব------------------------ হজ
হাজী----------------------- হাজি
হীনমন্যতা-------------------হীনম্মন্যতা
ইত্যাদি।।।।।।।।।।।।।।।।।।।।।।।

আমি এবং অনেকেই পূর্বের এসব শব্দ লেখায় এতটাই অভ‌্যস্ত হয়ে পড়েছি যে, এগুলোকে কোনভাবে ভুল বলে মনে হয় না। তথাপি এগুলো ভুল।

আমার পূর্বে লেখা বহু কবিতাতে এমন অসংখ্য ভুল বানান আছে যা সংশোধন করতে হবে।  অনেকেরই হয়তো করতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশের কবিগণ বাংলা অ‌্যাকাডেমির - প্রমিত বাংলা বানানের নিয়ম, আধুনিক বাংলা অভিধান ও আধুনিক বাংলা বানান অভিধান এবং পশ্চিমবঙ্গের কবিগণ আকাদেমি বিদ‌্যার্থী অভিধান ও আকাদেমি বানান অভিধান এর সহায়তা নিতে পারেন।

ধন্যবাদ।

(তথ্য সূত্র : প্রমিত বাংলা বানানের নিয়ম, আধুনিক বাংলা অভিধান ও আধুনিক বাংলা বানান অভিধান,  আবুল কাইয়ুম, ভাষা ও ব্যাকরণবিদ, কবি, সাহিত্যিক, অনুবাদক-এর লেখা এবং ইন্টারনেট)