পুলসিরাত

জাহিদ হোসেন রনজু
----------------------------®

এই যে তুমি বিশ্ব-ধরায়
গড়ছো নিতি সুখের ঘর,
সবই একদিন হারায় যাবে
হবে তোমার সকল পর।

হাঁটছো, খেলছো এই ধরাতে
হিসাব তো তার নাই মাপা,
দিতে হবে হিসাব তবে
রাখবে যখন 'ওপার' পা।

আখেরাতে হিসাব দিয়েই
পার হতে হয় পুলসিরাত,
এর জন্য যে লাগে শুধু
পূণ্য-নেকি, নয় বরাত।

পুলসিরাতটা পার হতে যে
পুণ্য-কড়িই লাগবে বেশ,
না থাকলে তা কপালটাতে
জুটবে বেজায় দুখ অশেষ।

পুণ্য লাভের ক্ষেত্র শুধু
এই ধরণীর জীবনকাল,
মনে রেখে করো পুণ্য 
দূরে রেখে ফল মাকাল।

সত্য-ন্যায়ের পথে থেকে
ভালবেসে মানবকে,
চলো যদি মেরে ধরায়
মনের অসৎ দানবকে,
পুণ্য দিয়ে ভরবে ঝুলি
থাকবে না আর বদ-বরাত,
খুব সহজে দেখবে তুমি
পার হবে যে পুলসিরাত।

পুলসিরাতের কথা ভেবে
ভয় পাওয়ার তাই কিছুই নাই,
ন্যায্য পথে ভালোর সাথে
চলবে শুধু  সর্বদাই ।

----------------------------------
৬ এপ্রিল ২০১৯, ফুলবাড়িগেট, খুলনা

(প্রিয়কবি নাসিরুদ্দিন তরফদার (অনুব্রত কবি)-এর 'সময় থাকতে'  কবিতায় মন্তব্যে লিখিত কবিতার পরিমার্জিত রূপ এই কবিতা। কবিতাটি প্রিয়কবি নাসিরুদ্দিন তরফদার  (অনুব্রত কবি)-কেই উৎসর্গকৃত)