প্রভু
জাহিদ হোসেন রনজু
--------------------------------®
হে প্রভু, হে দয়াময়, চিন্ময়, মহান
বিশ্ব-বহ্মান্ডে যা সৃষ্টি সেতো তব দান।
তোমার দানের কথা হবে নাকো শেষ
অজস্র, অসংখ্য সেতো অতুল্য অশেষ।
ভালবেসে তুমি গড়ে মানবের প্রাণ
বসবাস তরে প্রভু সৃজিলে জাহান।
নানা বর্ণে, নানা গন্ধে অরূপ শোভায়
ফুলে ফলে অবণীকে দিয়েছো সাজায়।
বিশাল আকাশ গড়ি সাজায়েছো তারে
চন্দ্র-সূর্য-তারা-মেঘ, জোছনা বাহারে।
কত না হাজার জীব, বিচিত্র বর্ণিল
পাখির কুজনে প্রভু, ভরেছো নিখিল।
সৃষ্টি করেছো পাহাড়, তরনী-সাগর
অপরূপ মনোহর ঝরনা নহর।
সবুজ বন-বনানী, শীতল ছায়ায়
ভরে দিয়েছো ধরণী শম-স্নিগ্ধতায়।
মাঠে মাঠে দিয়ে শস্য তুমি অফুরান
প্রাণিকূল সকলের বাঁচায়েছো প্রাণ।
করেছো সৃষ্টি যে তুমি জিয়ন-পবন
কায়াহীন সুশীতল অদৃশ্য রতন।
তৃষ্ণা নিবারণে প্রভু দিয়েছো যে জল
প্রাণসঞ্চারী অমিয়, সুধা পরিমল।
দিবসে দিয়েছো তুমি বিভাকর আলো
বিনাশে দিয়েছো চাঁদ বিভাবরী কালো।
অরূপে অরূপ প্রভু তুমি নিরাকার
নিরঞ্জন দয়াময় বিস্ময় অপার।
--------------------------------
১২ জুলাই, ২০১৮, মিরপুর, ঢাকা