প্রভাত

জাহিদ হোসেন রনজু
--------------------------------®

দিবাকর আলোকে
শেষ হলো রাত তো,
যার যার কাজে সে
হয়ে গেল ব্যস্ত।

ফুলে ফুলে মৌমাছি
উড়ে মধু কুড়াতে,
দলে দলে পিঁপড়ে
ছুটে পুঁজি বাড়াতে।

বাসা ত্যাজি পাখিরা
ডানা মেলে আকাশে,
চারিদিকে কূজন
ভরে উঠে বাতাসে।

'প্যাঁক' 'প্যাঁক' কোরাসে
নামে হাস পুকুরে,
চুপ চাপ আবহ
চলে যায় সুদূরে।

ঘুম ছেড়ে ওই যে
খোকা-খুকি উঠল,
আড়মোড়া দিয়ে তো
পৃথিবীটা জাগলো।
--------------------------------
১মার্চ, ১৯৮০, রামপুরা, ঢাকা