প্রত্যয়
জাহিদ হোসেন রনজু
------------------------------------------®
আমি দেখতে আসিনি আজ
তোমার হাসিমাখা ঐ মুখ
জ্যোৎস্নার আলো মেখে যে মুখ ভালোবাসায় উচ্ছল উন্মুখ।
আমি দেখতে আসিনি আজ
জলতরঙ্গে ঝিলমিল কেশদল
গোলাপ কলিতে সাজানো অরূপ সুশোভিত কুন্তল।
আমি দেখতে আসিনি আজ
নকশী সুন্দর মেহেদী হাত
রঙিন চুড়ির মধুর ধ্বনি বাজে যে হাতে দিবস রাত।
আমি দেখতে আসিনি আজ
তোমার পদ্মপাতা চরণ
আলতা রাঙা যে পা যুগল সদা মনোরম সুশোভন।
আমি দেখতে আসিনি আজ
তোমার হরিণ ডাগর নয়ন
কাজল কালো অপরূপ চোখ মনহরা দৃষ্টিনন্দন।
আমি দেখতে আসিনি আজ
আবেগমাখা প্রেমময় উচ্ছাস
ভালোবাসার অন্ধ নীড়ে জমা রাখা তোমার বিশ্বাস।
আমি দেখতে এসেছি আজ
তোমার বহ্নিবিবিক্ষু মুখ,
সূর্য করে দীপ্ত বদন, তেজোময় প্রত্যয়ী উৎসুক।
আমি দেখতে এসেছি আজ
তোমার মুক্ত উড়ন্ত কেশ,
বীর ঘোড়-সওয়ারীর ছুটন্ত এলোকেশী ধাবমান বেশ।
আমি দেখতে এসেছি আজ
ইস্পাত কঠিন সুদৃঢ় হাত,
যে দুটি হাতে দীপ্যমান তীব্র প্রতিরোধ-প্রতিবাদ।
আমি দেখতে এসেছি আজ
তোমার নির্ভীক পদ যুগল,
ভেঙ্গে চারদেয়াল যে চরণ মাঠে, মিছিলে অবিচল।
আমি দেখতে এসেছি আজ
প্রদীপ্ত চোখ- বহ্নিশিখা,
শকুন, পিশাচের মৃত্যু আজ তোমার দু'নয়নে লিখা।
আমি দেখতে এসেছি আজ
বোধে-বিশ্বাসে-চেতনায়
আপনার বলে বলিয়ান সর্বজয়ী নারী তোমায়।
----------------------------------------
১৩ সেপ্টেম্বর ২০১৯, মিরপুর, ঢাকা