প্রতিচ্ছবি

জাহিদ হোসেন রনজু
----------------------------®

জীবন যেন ষড়ঋতুর
ছন্দে ছন্দে গাঁথা
ছয়টি ঋতু ছয়টি যেনো
এক একটি তার পাতা।

গ্রীষ্মে যেমন ঝড়-বাদলে
কাঁপে ভুবন ত্রাসে
জীবন পথে তেমনই অনেক
ঝড়-ঝঞ্ঝা আসে।

বর্ষাকালে বৃষ্টি কাঁদে
অঝোর ধারায় ঝরে
দুঃখ পেয়ে মানব জীবন
কাঁদে তেমন করে।

শরৎ আনে প্রকৃতিতে
স্নিগ্ধ শীতল হাওয়া
চলার পথে জীবন মাঝে
যায় যে তেমন পাওয়া।

সোনার ধানে হাসি ঝরে
হেমন্তকালে যেমন
সাফল্য ছিনিয়ে হাসে
মানব জীবন তেমন।

শীতকালে কুয়াশা আড়াল
সন্ধ্যা সকাল জোড়া
মানব জীবন তেমন অনেক
রহস্যতে মোড়া।

ফুলে ফুলে সাজায় ধরা
বসন্তকাল এসে
বন্ধু-স্বজন নিয়ে জীবন
থাকে ভালবেসে।

জীবন যেন ষড়ঋতুরই
আরেক প্রতিচ্ছবি
জীবন মাঝে পাই খুঁজে তাই
ষড়ঋতুর সব-ই।

--------------------------------
১৮ অক্টোবর,২০১৬,মিরপুর, ঢাকা )