প্রতিবন্ধী

জাহিদ হোসেন রনজু
----------------------------------------®

আমি বলতে পারি না যে
'মা' কথাটি প্রাণটি ভরে,
আমি হাঁটতে পারি না তো
বাবার সাথে হাতটি ধরে।

আমি সাথী হতে পারি নাকো
আমার প্রিয় বোনের পাঠে,
আমি খেলতে পারি নাতো যেয়ে
ভাইয়ের সাথে খেলার মাঠে।

আমি মিশতে পারি না কখনো
প্রতিবেশী জনের সাথে,
ব্যথিত করে আমাকে এসব,
কাঁদি অক্ষম বেদনাতে।

আমি প্রতিবন্ধী, দুর্বল শিশু
তোমাদের এই ধরনীতে,
আমি কাঙ্ক্ষিত নই, অবাঞ্ছিত
তোমাদেরই ধমনীতে।

আমি দেখতে পারি না,
হাঁটতে পারি না,
বলতে পারি না তো কথা,
আমি শুনতে পারি না,
বুঝতে পারি না
তোমরা যাহা পারো যথা।

দোষ নয় তো এটা কখনো আমার,
এটা নিছক দুর্ঘটনা,
দুর্ভাগ্যের শিকার হয়ে বয়ে যাই
আমি এক অসীম যন্ত্রণা।

কিন্তু আমি তো চাহি না সেটা
বোঝা হয়ে থাকি ঘাড়ে,
আমি চাই একটু সহযোগিতা,
যেন এ মন বলতে পারে-
'এই পৃথিবীটা আমারও আমি
নহি অবাঞ্ছিত দুর্বল,
আমিও কর্মঠ, নই ভিখারী,
আমি নহি যে হীনবল।

আমি বিশ্বাস করি -'আমি পারবোই,
সব কাজ আমি পারবোই পারবো',
এটাই আমার প্রতিজ্ঞা যে - 'করবোই,
জয় তো আমি করবোই করবো।
-----------------------------------------
৯ ফেব্রুয়ারি ২০১৯, মিরপুর, ঢাকা

কাব্যগ্রন্থঃ "সহমর্মিতার সংবেদন"