প্রতিবিম্বে প্রতিচ্ছবি
জাহিদ হোসেন রনজু
------------------------®
এক যে আছে সাদেক আলী
তার আছে তিন ছেলে,
তাদের ওপর ভর করে সে
চলে হেসে খেলে।
একটি ছেলে রাজনীতিবিদ
অনেক বড় দলে,
কোটি টাকা মাসিক আয় সে
করে ছলে বলে।
একটি আবার ক্যাডার মাস্তান
হেলে দুলে চলে,
করে কামাই লক্ষ টাকা
শক্তি বাহু বলে।
পুলিশেতে চাকরি করে
সবচে' ছোট ছেলে,
তারও কামাই কয়েক লক্ষ
প্রতি মাসটা গেলে।
সাদেক আলী ভাব দেখিয়ে
সেই দাপটেই চলে,
গুণে না সে আশে পাশের
কাউকে মানুষ বলে।
সব ক্ষমতা তাদের যেন
দেশটা পায়ের তলে,
দেশটা কেমন তোমরাই বলো
এমন দশা হলে?
--------------------------------
৪ ফেব্রুয়ারি, ২০১৮,মিরপুর, ঢাকা।