প্রশ্ন
জাহিদ হোসেন রনজু
------------------------------------------®
এখন আর
তোমার হাতে গোলাপ নেই
চোখে স্বপ্নিল মায়া নেই;
এখন আর তোমার
ব্যাকুলতা নেই
প্রতীক্ষা নেই
অষ্ট প্রহর খোঁজাখুঁজি নেই;
চলার পথে সেই তোমাকে আজ আর দেখা যায় না কোথাও।
একবার শয্যাসঙ্গী করা হয়ে গেলেই বুঝি-
হাতে গোলাপ থাকতে নেই?
প্রতীক্ষার প্রহর থাকতে নেই?
খোঁজাখুঁজির ব্যাকুলতা থাকতে নেই?
মায়াভরা চোখ থাকতে নেই?
ভালবাসার মন থাকতে নেই?
একবার শয্যাসঙ্গী করা হয়ে গেলেই বুঝি-
শুধু আদিম যৌনতা ছাড়া আর কিছুই থাকতে নেই?
নৃমণি, কি তোমার উত্তর?
-----------------------------------------
৮ মার্চ,২০১৮, মিরপুর, ঢাকা।