('তুমি কিগো?' কবিতায়-
'ধন্য সেই যাকে উদ্দেশ্য করি কবির মন মুগ্ধ প্রেম কাব্য।'
একজন কবির করা মন্তব্যের প্রেক্ষিতে লিখিত। যদিও এ প্রশ্ন নতুন শুনলাম এমন নয়)
প্রশ্ন সবার, উত্তর আমার
জাহিদ হোসেন রনজু
-----------------------------------------®
সবাই প্রশ্ন করে
প্রেয়সীটা কে সে ?
যার জন্য কবিতা
লিখো ভালবেসে?
শব্দ বাক্য দিয়ে
কাকে নিতি গড়ো?
সুর ছন্দেতে বেধে
কাকে ধন্য করো?
দিশেহারা হই তাই
খুঁজি চারিদিকে,
কাকে ভেবে রোজই
কবিতা যাই লিখে?
খুঁজে দেখি নেই কেউ
আশেপাশে আমার
আছে দেখি মনে
বহু প্রিয় আবার।
সেই সে প্রেয়সী মোর
সেই সে আমার প্রিয়া,
যে মোরে বাধে রোজ
ভালবাসা দিয়া।
নহে সে নির্দিষ্ট
নয় সুনির্দিষ্ট জন,
কল্পনার আয়নাতে
যে এসে হয় আপন।
প্রতিক্ষণে সে যে
প্রতিটি মুূহূর্তে,
রূপ-রস নিয়ে আসে
প্রেয়সী মূর্তিতে।
তাই ধন্য নয় কেহ
একক সে কোন জন,
তুমিও হতে পারো
কখনো সে আপন।
যেমন এলে তুমি
আমার এ কবিতায়,
তেমন এসে কেউ
রোজ কবিতা লেখায়।
-------------------------------------
২২ এপিল, ২০১৮, লঞ্চ, খুলনা টু কয়রা।