প্রণয়

জাহিদ হোসেন রনজু
-----------------------®

কালো হোক সাদা হোক,
হোক না শ্যামল,
সকলের মনে প্রেম
করে টলমল।
সকলেই চায় তবু
প্রেম ভরা মন,
জীবনের নাটকে
হয় প্রয়োজন।
কেউ পায় খুঁজে তাকে
কেউ নাহি পায়,
কেউ তাকে পেয়ে যে
আবার হারায়।
শুরু থেকে আজতক
এমন ধারা,
প্রেম সুধা পেতে মন
পাগলপারা।

-----------------------------
১০ জুন, ২০১৮, মিরপুর, ঢাকা।