প্রেয়সী

জাহিদ হোসেন রনজু।
------------------------------------®

জীবন ভুবনে যে আমার আছে এক রাধা
সুরে ও বেসুরে সে তো দু'তারেই বাধা।

আমার সে প্রেয়সীকে তো বোঝা বড় দায়
কখনো বা হাসায় সে যে কখনো কাঁদায়।
কখনো বা কাছে টানে কখনো দূরে
কখনো বা দূরে বসে চায় ফিরে ফিরে।
কখনো বা মনে হয় খুবই ভালবাসে
কখনো বা হয় মনে ভালবাসে না সে।
কখনো সে জ্যোৎস্নাময়ী পূর্ণিমারই চাঁদ
কখনো সে আধার কালো অমানিশা রাত।
কখনো রুদ্রমূর্তি সে যে কাল বৈশাখি
কখনো বা শ্রাবণের জলে ভরা আঁখি।
কখনো সে বিরহিণী উদাসিনী মন
কখনো বা প্রেমে পাগল খুবই যে আপন।
কখনো বা নিরুত্তাপ সে যে বরফ শীতল
কখনো বা ঝর্ণাধারা কথা অবিরল।
কখনো সে ভরা যৌবনা নদীর মতন
আবার কখনো তারই যে মরুভূমি মন।

আমারই সে প্রেয়সীর ভাই এমনই তো হাল,
কখনো সে খুবই ভাল কখনো বেতাল।
-------------------------------------
০৮ জুলাই, ২০১৭, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।