প্রেমের পরশে

জাহিদ হোসেন রনজু
---------------------------------®

হেমন্তের সোনা রঙে মন হোক ঋদ্ধ
পাখিরা না হোক আর কারো তিরে বিদ্ধ।
নবান্নের উৎসবে শুদ্ধ হোক ধরা
মুছে যাক যত আছে পাপ-তাপ-জরা।
ফুলের মতন ফুল প্রস্ফুটিত হোক
পুষ্পিত গন্ধে ভরুক এ আনন্দলোক।

শুনবো না শুনছি যা, চাই না তা আর
এ মাটিতে কারো আর কষ্ট হাহাকার।
ডানা মেলে বলাকারা আপন ভুবনে
উড়ুক উড়ুক সুখে ভয়হীন মনে।
রামধনু রঙে হোক ধরনী রঙিন  
প্রেমের পরশে হোক অশুভ বিলীন।

--------------------------------
২৪ অক্টোবর ২০২০, মিরপুর, ঢাকা।