প্রেমের জন্য
জাহিদ হোসেন রনজু।
-------------------------------------------®
এক সমুদ্র লোনা জলে সাঁতার কাটলেই প্রেম হয় না
এক আকাশ জ্যোৎস্না থাকলেই প্রেম হয় না
প্রেম হয়ে যায় হঠাৎ করেই, নিশব্দে।
এই তো সেদিন যেমন হলো তোমার আমার।
প্রেম হয় গো মনের মত মনটি পেলে।
প্রেমের জন্য দিন লাগে না, ক্ষণ লাগে না, মন যে লাগে।।
---------------------------------------------
( ১৯ মার্চ, ২০১৬,মিরপুর, ঢাকা)