প্রেম
জাহিদ হোসেন রনজু ।
-------------------------------------®
হাতে টিউলিপ
বুকে টিপ্ִটিপ্ִ
শরতের রাত
পূর্ণিমা চাঁদ
কূয়াঁশা চাদর
জড়িয়ে আদর
বসি নির্জন
ভাললাগা ক্ষণ
দুটি মন সাথে
হাত রেখে হাতে
সময়ের প্রহর
নিস্তব্দ নিথর
কবিতার সুর
নিঃশব্দ মধুর
বাজে রিন্ִঝিন্ִ
বুকে চিন্ִচিন্ִ
অনুভবে দুজন
বাধে প্রাণ মন।
----------------------------------
২০ এপ্রিল,২০১৬,মিরপুর, ঢাকা)