প্রাতঃ ভ্রমণ
জাহিদ হোসেন রনজু।
---------------------------®
সারি সারি নর-নারী
হাঁটে রোজ প্রভাতে,
রক্তের সুগার আর
মেদ -ভুরি কমাতে।
চাইনিজ ফাস্টফুড
পার্টিতে ভুরিভোজ,
'কোলোস্টেরল' বাড়ায়ে
কমাতে হাঁটে রোজ।
শারীরিক পরিশ্রম
না করে খেয়ে বেশ,
বাড়ায়ে ব্লাড প্রেশার
ছুটে যায় সুখ আয়েশ।
ঘুম ঘুম চোখে তাই
বাঁচবারই আশাতে,
অনিচ্ছা সত্বেও
ছোটে রোজ প্রভাতে।
ঢলঢলে অফিসার
পেট মোটা কেরানী,
থলথলে ব্যবসায়ী
বড়লোক গৃহিণী
বোঝাসম দেহ নিয়ে
হাপাতে হাপাতে
হাঁটে পার্ক রাস্তায়
নয় সরু 'পা-পথে'।
হাঁটে কেউ দল বেধে
কেউ হাঁটে একাকী
কেউ কেউ নিয়মিত
কেউ আবার দেয় ফাঁকি।
কেউ কেউ বেধে জোট
গড়ে যে সমিতি,
খানাপিনা আড়ম্বর
সেখানেও হয় নিতি।
একই রকম 'টি-শার্ট'
নাম লেখা বুকে তার,
হাঁটার চে' ভাব বেশী
এলাহী সে কারবার।
এভাবেই প্রতিদিন
শহরের প্রভাতে,
শত শত নর-নারী
হাঁটে প্রাণ বাঁচাতে।
----------------------------------
( ১১ আগস্ট, ২০১৬, ধামরাই, ঢাকা )