প্রার্থনা -১

জাহিদ হোসেন রনজু
------------------------------------®

করো নাকো তুমি প্রভু      অন্তর্ভুক্ত মোরে
তাদের কাতারে কভু    পড়ে ভ্রান্ত জালে
সামনাসামনি যারা            অভদ্রতা করে
করে যে আবার তারা     গীবত আড়ালে।

রেখো না আমাকে তুমি      তাদেরও দলে
যারা ভাবে মর্ত্যভূমি       এই পৃথিবীতে
বেঁচে রবে চিরকাল          অর্থ শক্তি বলে
যাবে ইহ-পরকাল        সঞ্চিত কড়িতে।

এই অর্থ প্রতিপত্তি            বৈভব যা কিছু
থাকবে না একরত্তি        মৃত্যুর ওপারে,
তবু যারা ছুটে চলে           হুতামা'র পিছু
রেখো না তাদের দলে   বিধাতা আমারে।

-------------------------------------
৮ মে ২০২০, মিরপুর, ঢাকা।

(পবিত্র 'সূরা হুমাজাহ'র ভাবার্থ অবলম্বনে লিখিত)

• গীবত = বদনাম করা
• হুতামা = পরকালের প্রজ্বলিত অগ্নিকুণ্ডের ঢাকনা বিশিষ্ট গনগনে চুল্লি।