প্রান্তিক সময়
জাহিদ হোসেন রনজু
----------------------------®
হঠাৎ সময় থমকে দাঁড়ায়
চমকে তাকায় ফিরে,
দাঁড়িয়ে আছে এ কোন্ কোথায়
শূন্যতাকে ঘিরে।
জীবন নদীর স্রোতে থাকা
জলতরঙ্গ শত,
হারিয়ে গেল হঠাৎ যেন
স্ফটিকের মত।
হাঁটি হাঁটি পায়ে কখন
রোদ ফুরিয়ে গেল,
কখন জানি দিন হারিয়ে
সন্ধ্যা নেমে এলো।
আধো আলো আধো আঁধার
কী কিম্ভূতকিমাকার,
মন যেতে চায় আলোর মেলায়
সম্মুখে অন্ধকার।
--------------------------------
২৪ জানুয়ারি, ২০২১, মিরপুর, ঢাকা