পৌরাণিক ইতিহাস
জাহিদ হোসেন রনজু
---------------------------®
চলমান বর্তমান একদিন গল্প,
ইতিহাস হয়। মহেঞ্জোদারোর মত
চাপা পড়ে বিস্মৃতির অতল গভীরে।
মৃত্তিকা খননে উঠে প্রাচীন কঙ্কাল।
শরাহত হৃদয়ের গহীনে জমাট
সোনালি ফলকে লেখা মধুক নির্যাস
আজ পৌরাণিক স্মৃতি তোমার আমার।
পীপিলিকার শীতের সঞ্চয়ের মত
একটু একটু করে হৃদয় কোটরে
জমা করে রাখা সব সেদিনের সুখ-
বসন্তের কুহুতান, গোধূলির রঙ
নকশীকাঁথায় মোড়া উর্বশী রাত
কথা, স্পর্শ, ভালবাসা তোমার আমার।
কোন একদিন জেগে হৃদয় মুকুরে
তোমার আমার প্রেম হয়তো আবার
পৌরাণিক ইতিহাসের মত হঠাৎ
অভিমান ক্ষোভ সব ঝেড়ে ফেলে দিয়ে
মোনালিসার মতন মিষ্টি হাসি হেসে
দু'হাত বাড়াবে বলে-'এসো ভালবাসি'।
শুক-সারী চুপিচুপি বলে যায় মনে-
'হয়তো' শব্দের বাস ধূসর প্রাণ্তরে...
খননে পাওয়া যায় অতীত ফসিল
পাওয়া যায় না যারা সেদিনের নট
কলাকার। অতএব আমাদের প্রেম
নীল পাথরে চাপা স্মৃতি ভিসুভিয়াস।
------------------------------
১২ মার্চ ২০২২, ট্রেন (ঢাকা টু খুলনা)