পত্রখানি
জাহিদ হোসেন রনজু।
--------------------------------------------®
তোমার প্রীতি পাবো বলে
তোমার কাছে লিখবো বলে
হাতের লেখা সুন্দর করলাম- কষ্ট করে।
হৃদয়রসে ভিজিয়ে কলম
তোমায় কাছে পত্র দিলাম, পত্র দিলাম।
সেই কবে এক কোকিল ডাকা বসন্তকাল।
তোমায় আমি পত্র দিলাম
হাতে লিখে যত্ন করে।
বোশেখ মাসের ঝড়-বাদলে
মৃত্যু ঝুঁকি মাথায় নিয়ে
আম কুড়িয়ে তোমায় দিলাম- অনেকগুলো।
কাঠাফাঁটা রোদ মাথায় করে
দাড়িয়ে ছিলাম চৈত্রি রোদে, তোমার পথে।
হাঁড়-কাঁপানো শীতের ভোরে
রৌদ্র কিনে তোমায় দিলাম।
এমনই অনেক কাল কাটালাম
পত্র দিয়ে, পত্র পেতে
তোমায় ভেবে, তোমায় পেতে।
আবার এলো বসন্তকাল- কোকিল ডাকা।
কোথায় তুমি, কোথায় এখন?
কোথায় আমার পত্রখানি?
---------------------------------------------
( ১৪.০৬.২০১৬, ঢাকা )