পরকীয়ার কৌটিল্যের জালে
জাহিদ হোসেন রনজু।
-----------------------------------------®
প্রথমে-
তোমার দাম্পত্য জীবনের
দুঃখগুলো,
তোমার কষ্টগুলো,
তোমার না পাওয়ার হতাশাগুলো খুঁজে নিবো সংগোপনে।
তারপর-
সহানুভূতির মোলায়েম চাদরের আড়ালে
তোমার বেদনাগুলোকে একটু একটু করে উসকে দিবো আমি,
আর-
তোমার জন্য মিষ্টি হাসিটুকু
সচেতনভাবে ধরে রাখবো আমার ঠোঁটে সারাক্ষণ।
এবং-
স্তুতি বাক্যবাণের কৌশলে
আমি হয়ে উঠবো তোমার শুভাকাঙ্ক্ষী
অপার্থিব সর্ব সুখ।
এভাবে-
সম্মোহিত হবে তুমি একদিন
সমর্পিত হবে পরকীয়ার কৌটিল্যের জালে সেদিন।
---------------------------------------------
১৯ জুন, ২০১৭,মিরপুর, ঢাকা।