পরিযায়ী

জাহিদ হোসেন রনজু
---------------------------------------

ফুলটি গাছে বেশ ছিলো
মিষ্টি মিষ্টি হাসছিলো;
তুললে যে?

একটি একটি পাপড়ি তার
খুললে শুকলে বারংবার;
ভুললে যে?

গল্প শুরু করলে শেষ
কস্তুরী ঘ্রাণ নাই বিশেষ;
তাই বুঝি?

গোলাপ শিমুল রক্ত লাল
মনটা তাতে বেসামাল;
যাও খুঁজি?

ভাল্ লাগে না ঘ্রাণটা আর
ছুটলে তুমি তাই আবার;
ডাকলো কেউ?

পথে ফেলে ফুলটাকে
মেললে ডানা মৌ-ডাকে;
জুটলো কেউ?

------------------------------------------
২০ মার্চ, ২০১৮, খুলনা।