পরাহত

জাহিদ হোসেন রনজু
------------------------------®

ভাঙনের শব্দ শুনি হৃদয় গহীনে
একটু একটু করে বাড়ে দিনে দিনে
বেনোজল ধেয়ে আসে মনের মুকুরে
শরাহত পারাবত ডাকে অন্তপুরে
রজনী ঘনিয়ে আসে পিল পিলি পায়ে
কুহকের আগমনি ভেসে আসে বায়ে
কেঁপে উঠে তাজমহল কাঁদে নিরবে
তুমি নেই - সেই তুমি, বুঝি অনুভবে।

প্রতি পলে ভেঙে আমি কষ্টের পাথর
হিমাদ্রি শিখরে খুঁজি তোমার প্রহর
পার হবো ভেবে আমি আসি নদী পাড়ে
দেখি বাধা খেয়া-তরী নদীর ওধারে
মাঝে নদী সুবিশাল বইছে নীরবে
আমি আজ পরাহত বুঝি অনুভবে।

----------------------------------
৩০ জুন, ২০১৮, কয়রা, খুলনা।