পার্থক্য বাক্যে নয়, বোধে

জাহিদ হোসেন রনজু
------------------------------------®

'নারী তো নারীই'-
হোক সে সম্পদশালী অথবা গরীব
হোক সে বিদুষী কিংবা গণ্ডমূর্খ
সুন্দরী বা কৃষ্ণকলি;

বাক্যটি শতভাগ সঠিক- 'নারী তো নারীই'

অবজ্ঞাটা বাক্যে নয়,
অবজ্ঞাটা উচ্চারণে, বোধে, বিশ্বাসে
কথাটির প্রায়োগিক ভাবার্থে।

------------------------------------
১৬ এপ্রিল ২০১৯, মিরপুর, ঢাকা।