পারদর্শিতার স্মারক
জাহিদ হোসেন রনজু
--------------------------------------®
অগুস্ত রদ্যাঁ'র ভাস্কর্য
লিওনার্দো দ্য ভিঞ্চির পোর্টেট
জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ দিয়ে তুমি
পিটিয়ে মেরেছো আমাকে
সৌন্দর্যের প্রতীককে পাল্টে বানিয়েছো তুমি
হত্যার হাতিয়ার
প্রেম বা ভালবাসা যে নামেই ডাকো
সেই গোলাপ দিয়ে তুমি
এমন খুন আগেও করেছো, আবারও করবে জানি
প্রেমে পড়া, কেড়ে নেয়া
স্বাভাবিক লেনদেনের মতোই ;
প্রাত্যহিক খাদ্যাভ্যাসের মতন সেটা তোমার কাছে-
সকালে তন্দুরি; দুপুরে ভাত; রাতে বিরিয়ানি
পার্বতীর সাথে তোমার মিল খুব কম
বড় বেশী মিল ক্লিওপেট্রার...
আমি তোমার কততম ? পঞ্চম না দশম?
সে যাই হোক
হিসাবের যূপকাষ্ঠে কততম বলি আমি
সে হিসাব তোমারই থাক
আমার হিসাবটা পরিষ্কার-
আমার দুঃখ ও যন্ত্রণার ওপর দাঁড়িয়ে আছে আমার বর্তমান
হয়তো ভবিষ্যৎও
তবু
আত্মার গোপন প্রকোষ্ঠে লুকিয়ে রাখবো আমি
আমার এ লজ্জা,
কষ্ট,
এই দুষিত প্রেম চিরদিন
কেউ জানবে না তুমি ছাড়া
বলা দুষ্কর- 'কেউ জানবে না'
হরিণ শিকারী ঝুলিয়ে রাখে দেয়ালে, বৈঠকখানায়
মৃগচর্ম.... এক, দুই, তিন, চার......…পাঁচ
হয়তো আরো.....
পারদর্শিতার স্মারক।
-------------------------------------------
২৬ জুলাই ২০১৯, মিরপুর, ঢাকা।