পান্তা ইলিশ

জাহিদ হোসেন রনজু
----------------------------®

একটি বছর পরে আবার
নববর্ষ এসে,
দিলো ভীষণ ধুম লাগিয়ে
সারা বাংলাদেশে।

পান্তা ইলিশ পান্তা ইলিশ
চারদিকেতে আওয়াজ,
চাই যে আবার নতুন পোষাক
জামা চাই কারুকাজ।

আমার কি আর উপায় আছে
দূরে বসে থাকি,
পান্তাভাত আর ইলিশ মাছে
করছে ডাকাডাকি।

পান্তা খাবো তাই তো আমি
ভাত রেধেছি রাতে,
পানি দিয়ে রাখছি ঢেকে
পান্তা হবে প্রাতে।

নানান রকম ভর্তা সাথে
ইলিশ মাছের ভাজা,
ডিম্ব ভাজি, পিয়াজ আর যে
কাঁচা মরিচ তাজা।

মাটির সানকি, শীতল পাটি
আনছি আমি খেটে,
এসব ছাড়া নববর্ষের
পান্তা যায় কি পেটে?

মেঝের 'পরে শীতল পাটি
বিছায় আসন পেতে,
নববর্ষের পান্তা ইলিশ
হয় যে বসে খেতে।

একদিনের এই শখের পান্তায়
অনেক খরচ গেলো,
সেই খরচের বেশীর ভাগটাই
ইলিশ মাছেই খেলো।

আমি কি আর খাবো ইলিশ
ইলিশই খেলো আমায়,
মাস খরচের আধেক গেল
তিনটি ইলিশ কেনায়।

তিনটে ইলিশ কিনতে যেয়েই
লাগলো যে চার হাজার,
বাকী টাকার আধেক গেলো
করতে অন্য বাজার।

জামা কাপড় কিনতে গেলো
দশটি হাজার টাকা,
নববর্ষের পান্তা খেতেই
পকেট আমার ফাঁকা।

------------------------------
১৪ এপ্রিল, ২০১৮, মিরপুর, ঢাকা