পালকি চলে
জাহিদ হোসেন রনজু
------------------------------------®
পালকি চলে, পালকি চলে
উল্টো পথে পৃথ্বী তলে
সত্য মেরে মিথ্যে জ্বলে
শ্বাপদ দিয়ে পালকি চলে।
পালকি চলে, পালকি চলে
বিভেদ, হিংসার ভূমণ্ডলে
ধর্ম রক্ষার যাঁতাকলে
মানুষ মেরে পালকি চলে।
পালকি চলে, পালকি চলে
স্বার্থবাদীর ধূর্ত ছলে
ভণ্ড নেতার কূটকৌশলে
দেশে দেশে পালকি চলে।
------------------------------------
২৫ ডিসেম্বর ২০১৯, মিরপুর, ঢাকা