অভিলাষ
জাহিদ হোসেন রনজু
---------------------------------------®
এসেছে ওই ইদুল আজহা আনন্দময় মিলনি
মঙ্গল হোক, সুন্দর হোক, আলোকিত হোক ধরণী।
হাতে হাত রেখে হাত
পার করি কালো রাত
ত্যাগের মহিমায় আঁধিয়ার হোক পূর্ণিমা শ্রাবণী।
মঙ্গল হোক, সুন্দর হোক, আলোকিত হোক ধরণী।
ভ্রাতৃ বন্ধনে বেঁধে প্রাণ গড়ি এক মৈত্রীর অবনী
বিদ্বেষ ভুলে আজ বিশ্ব হোক এক শান্তির সরণি।
দেশ-কাল ভেদাভেদ
সাদা-কালোর প্রভেদ
দূর হয়ে প্রাণে আজ বিকশিত হোক প্রেম লাবণি।
মঙ্গল হোক, সুন্দর হোক, আলোকিত হোক ধরণী।
ধর্ম-জাতি নয়, মানবতা হোক মুক্তির হাতিয়ার
যুদ্ধ-বিগ্রহ নয়, ভালবাসা হোক আজ আপনার।
নর নয়, নারী নয়
মানুষই পরিচয়
হোক আজ সকলের এ পৃথিবী সাম্য-মৈত্রীর তরণী।
মঙ্গল হোক, সুন্দর হোক, আলোকিত হোক ধরণী।
--------------------------------------------
২১ আগস্ট ২০২১, ইসলামনগর, খুলনা।