অথচ
জাহিদ হোসেন রনজু
-------------------------------------------®
প্রস্ফুটিত লাল গোলাপ দেখে
ভেবেছিলাম- তুমি
তাই গোলাপ ভালবেসে ছিলাম আমি।
চৈতিরাতের পূর্ণিমা-চাঁদ দেখে
ভেবেছিলাম- তুমি
তাই চাঁদকে ভালবেসে ছিলাম আমি।
এমনভাবে তোমায় ভেবে আমি-স্রোতস্বিনী নদীকে,
কাঞ্চনজঙ্ঘার রৌদ্রকরোজ্জ্বল শুভ্র তুহিনকে
উড়ে যাওয়া শ্বেতশুভ্র হংস বলাকাকে,
শীতের ভোরের স্নিগ্ধ রৌদ্রকে,
দ্য ভিঞ্চির মোনালিসাকে,
গোধূলির আকাশকে,
বনলতা সেনকে,
তাজমহলকে,
কবিতাকে,
গানকে,
আমি
এক দিন,
সে দিন তোমায় ভেবে ভালবেসে ছিলাম ।
শুধু তোমায় ভেবে ভালবাসতে পারিনি আমি
পাঁচতারা হোটেলের মধ্যরাতের
মেকাপে সুসজ্জিত ডানাকাটা অপ্সরাকে।
অথচ
সেই দামী অপ্সরাটাই ছিলে তুমি।
---------------------------------------------
২৩ মার্চ ২০১৯, মিরপুর, ঢাকা।