ওটাই আমি
জাহিদ হোসেন রনজু
-----------------------------------®
খুঁজছো কাকে?
এই আমাকে?
খুঁজছো বুঝি কবিতা লেখার সেই কবিকে ?
এমন ভাবে খুঁজলে তুমি পাবে না তাকে।
ঐ যে বাসের হাতল ধরে
জীবনটাকে হাতে করে
ঝুলে ঝুলে যাচ্ছে দেখ যে মানুষটি-
-ওটাই আমি।
জীবনের হিসেব খুঁজে
যে মানুষটিকে যাচ্ছে কাজে
ছেঁড়া পকেটে হাত ঢুকিয়ে
যাচ্ছে দেখ লঘু পায়ে
- ওটাই আমি।
" জীবনে কি দিয়েছো ?
হ্যা দিয়েছো,
কয়লা করে জীবনটাকে।
ছাই পাশ কি সব লিখে
ঘোড়ার ডিমের আন্ডা এঁকে
এই আমাকে
কি দিয়েছো?
হাড় মাংস জ্বালিয়ে দিছো।"
পুড়িয়ে দিছো কপালটাকে
সরে যাও সামনে থেকে।"
কানে হাত দিচ্ছো নাকি?
চোখ বন্ধ করছো বুঝি?
চোখটি খোল, দেখতে পাবে
নির্বাক নীরবভাবে
যে লোকটি খাবি খাচ্ছে
শুনে যাচ্ছে
তার জীবনের নান্দি পাঠ-ই।
-ওটাই আমি।
কি দেখছো ?
কাকে দেখছো?
জীর্ণ শীর্ণ বস্ত্র গায়ে
দিশেহারা যে মানুষটি ক্লান্ত পায়ে
তোমার দিকেই আসছে হেঁটে
কংকালসার রুগ্ন বেটে
তৃতীয় বিশ্বের মানচিত্র মুখে এঁকে।
হ্যা তুমি ঠিক চিনেছো এবার তাকে
হ্যা, হ্যা ওই মানুষটি,
-ওটাই আমি।
জানিনা কবিরা এমন নাকি।
তবে জানি- ওটাই আমি।
-------------------------------------
২৩ মার্চ ২০১৬, মিরপুর, ঢাকা