অসুর ভোগ্য

জাহিদ হোসেন রনজু
---------------------------®

সব কিছু আজ উলট-পালট
সবখানেতেই শক্তি দাপট
লন্ডভন্ড বসত খামার
ভাল যা তা হচ্ছে সাবাড়
বিবেক,বুদ্ধি লোপাট আজি
ভন্ড সবাই সাধু কাজি
নিজের দিকেই ঝুলি টানে
সত্য মিথ্যের বাক্যবাণে
পড়ছে 'কিতাব' ওদের মত
লুটতে ওদের স্বার্থ যত
ধর্ম নিয়ে টানাটানি
চলছে বিস্তর হানাহানি
উড়ছে ফানুস রঙিন ঘুড়ি
দেখায় হীরে দেয় যে নুড়ি
চাকচিক্য লাল পাথর ঘষে
সভ্যতারই নীল মুখোশে
ভাঙছে গৃহ, ভাঙছে বাঁধন
পারিবারিক শক্ত গাঁথন
যে যার মত শান্তি খুঁজে
নিজের বুঝটাই যাচ্ছে বুঝে
পাশবিক কাজ বাড়ছে বেজায়
মানবতাও যাচ্ছে হারায়
মুখে শুধু ভাওতাবাজি
মোড়ল যারা বিশ্ব কাজী
বোমা মিসাইল রকেট যত
ছুড়ছে নিতি ইচ্ছে মত
করছে শোষণ বিশ্বটাকে
পায়ে দলে সভ্যতাকে
মানছে না তো নিয়ম কভু
দেখছে না তা মহাপ্রভু
কোথায় জানি গড়ছে বসত
ছন্ন ছাড়া আজ বিশ্ব জগৎ
ডাকলে পরেও দেয় না সাড়া
সাজছে প্রভু  ভন্ড যারা।

ধরিত্রী আজ বাস অযোগ্য
প্রেমহীন প্রান্তর অসুর ভোগ্য।
-------------------------------
২৪ এপ্রিল, ২০১৮, কয়রা, খুলনা।