"""""""
              অশুদ্ধ কবিতা
         জাহিদ হোসেন রনজু।
-----------------------------------------®

জলময় নদী            বহে নিরবধি
          যেন নাহি কোন স্বস্তি,
দুইকূল  ভাঙে    ফের কূল জাগে
            নব চরে উঠে বস্তি।

তেমনি করো         নব সুর গড়ো
         ব্যাকরণে লাগুক দ্বন্ধ,
চুলবুল হোক        মশগুল লোক
        পন্ডিতজনে ভাবুক অন্ধ।

গজগজ করুক   হররোজ বকুক
         পশ্চাৎপদ জ্ঞানে ঋদ্ধ,
মন্দই বলুক           নিত্যই জ্বলুক
          অশীতিপর মনে বৃদ্ধ।

নাহি হাঁকডাক        বার্তা ঠিকঠাক
           শব্দ বুবন রেখে শক্ত,
জীবনের গান            যা অফুরান
           করে যাবে শুধু ব্যক্ত।

মাত্রা গড়মিল    না থাক অন্ত্যমিল
        সঠিক রেখে শুধু ছন্দ,
লিখো কবিতা       সঠিক হবে তা
         না শুনালে কানে মন্দ।
---------------------------------------------
০৭ আগস্ট ২০১৭, ফুলবাড়িগেট,খুলনা।