অপেক্ষা
জাহিদ হোসেন রনজু
--------------------------------------®
কি করেছি; করিনি
হিসেবটা জানা নেই; বিদগ্ধ জীবন
কুটকুট করে মুষিক প্রহর
খুটছে, কাটছে আমার ভুবন;
নিশব্দে, নীরবে
জানা নেই এরপর, অতঃপর কি হবে।
এরপরও যদি কিছু থেকে থাকে
সে শুধু ক্ষয়
বৃক্ষ শাখে থেকে
একটি একটি করে শুষ্ক পত্র লয়।
বিষাক্ত শূন্যতা; অপেক্ষা মৃত্যুর
চাঁদ ভুবে গেছে কবেই
সূর্যটাও ডুবুডুবু
গোধুলি পেরুলেই দুয়ার, নয় তা সুদূর।
-----------------------------------------
৬ এপ্রিল, ২০১৮, মিরপুর, ঢাকা।