অন্তিম প্রার্থনা
জাহিদ হোসেন রনজু
------------------------------------------®
মরণ সময় ঘনায়ে এসেছে
সময় হয়েছে এবার যাবার,
ঘনায়ে এসেছে অন্তিম ক্ষণটি
এসেছে যাবার ক্ষণটি ওপার।
সজ্ঞানে অজ্ঞানে গোনাহ করেছি
অজ্ঞানে অনেক করেছি অন্যায়,
গোনাহ করেছি আশায় পার্থিব
করেছি অন্যায় পার্থিব মায়ায়।
বিধাতা আমাকে মার্জনা করুন
আমাকে রাখুন অপার দয়ায়,
মার্জনা চাইছি চাইছি নিস্তার
করুন দয়ায় নিস্তার আমায়।
------------------------------------------
৯ মে ২০১৯, বাস, ঢাকা টু খুলনা।
(ফুটনোটঃ
* প্রতিটি স্তবকে ৪টি চরণ আছে এবং প্রতিটি চরণ তিন মাত্রা বিশিষ্ট ৪টি শব্দ দ্বারা গঠিত।
* প্রতিটি স্তবকের প্রতিটি চরণের-
১ম শব্দগুলো নিয়ে ১ম চরণটি গঠিত
এবং
৪র্থ শব্দগুলো নিয়ে ৪র্থ চরণটি গঠিত।
(অনুপ্রেরণায় শ্রদ্ধেয় কবিবর রহমান মজিব)